Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হচ্ছে মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১:২৮ পিএম

শুরু হতে যাচ্ছে মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’ নাটকের দ্বিতীয় সিজন। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনী নিয়েই শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ: সিজন ২’। বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খানের প্রযোজনা ও অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের পরিচালনায় নাটকটি বাংলাভিশনে সপ্তাহের ৫ দিন প্রচারিত হবে। আগামী ১লা ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহের বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন।

বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমান বলেন, ‘বড় গল্প লিখতে আমি খুবই পছন্দ করি। ছোট গল্প লিখতে পারি না। সেই জায়গা থেকে ‘গুলশান এভিনিউ: সিজন ২’ আমার জন্য লিখতে সহজ হয়েছে। আমার গল্পে উচ্চবিত্ত সমাজকে ভালো করে দেখিয়েছি। উচ্চবিত্তদের জীবন-যাপন সম্পর্কে আমার ধারণা আছে। সেখানে কী ঘটে সেটি আমি অবগত। সেই মানুষদেরকে আমার গল্পে তুলে ধরার চেষ্টা করেছি। উচ্চবিত্তদের গল্প নিয়ে আমাদের দেশে খুব বেশি নাটক নির্মিত হয় না। ঠিকঠাক মতো যদি কিছু হয় তাহলে সেটি দর্শকপ্রিয়তা পায়। আশা করছি, গুলশান এভিনিউ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকপ্রিয়তা পাবে।’

‘গুলশান এভিনিউ -সিজন ২’ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘‘গুলশান এভিনিউ নাটকের জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি। দেশ-বিদেশে সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল। বিচিত্র জীবনের কাহিনী দেখতে পাবো এই ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ: সিজন ২’-এ। গল্পটি বেশ ভালো। আশা করি, আগের মতো এবারও দর্শকের ভালো লাগবে।’’

অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘ব্যতিক্রম গল্পের একটি ধারাবাহিক নাটক নিয়ে কাজ করছি। গল্পের সঙ্গে চরিত্রের মিল রেখেই চিত্রায়ন করা হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথা রেখেই আমরা সিজন-২ নির্মাণের পরিকল্পনা করি। এ ধারাবাহিকে তুলে ধরা হয়েছে সমাজের ঘটে যাওয়া নানান ঘটনা। আশা করছি দর্শকদের নতুন ধারাবাহিকটি ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, মো. সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম মাহা, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত, বাপ্পা, শ্রাবণ, মুন্না ও আরও অনেকে।

উল্লেখ্য, ২০১২ সালের শেষ দিকে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ’-এর শেষ পর্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ