নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রতি বছর ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হলেও এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতা কাপ দিয়েই তা শুরু হয়েছে। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব। ম্যাচে বারিধারাকে ১-০ গোলে হারিয়ে কষ্টের জয়ে মৌসুম শুরু করেছে শেখ রাসেল। বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড মানড়বাফ রাব্বি। কাগজে-কলমে শক্তিশালী শেখ রাসেল অপেক্ষাকৃত দূর্বল উত্তর বারিধারার বিপক্ষে কাল শেখ রাসেল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বরং উল্টো ম্যাচের শুরু থেকে তাদের সঙ্গে সমান তালেই লড়েছে বারিধারা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোল হয়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা যায় শেখ রাসেল। ৫৯ মিনিটে এক মূহুর্তের অমনযোগে গোল হজম করে বসে বারিধারা। এসময় বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বক্সে মানড়বাফ রাব্বিকে পাস দেন ইসমাইল। বলা যায় গোলটা তিনিই বানিয়ে দেন। কারণ তিনি যে পাসটি দেন তা জালেই প্রবেশ করছিল। বারিধারার তিন ডিফেন্ডারও ছিলেন সেখানে। কিন্তু অনেক চেষ্টা করেও তারা বল থামাতে পারেননি। চলন্ত বলে আলতো টোকায় বল গোল লাইন পার করেন মানড়বাফ রাব্বি (১-০)। শেষ পর্যন্ত গোল আর শোধ দিতে পারেনি বারিধারা। ফলে মৌসুমের শুরুতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। একই মাঠে সন্ধ্যায় শুরু হওয়া দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-০ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।