Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই পরিবারের ৪ জন খুন ভারতে, অভিযোগ ধর্ষণেরও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতদের মধ্যে একজন ১০ বছরের কিশোর ও ১৬ বছরের কিশোরীও রয়েছেন। অভিযোগ উঠেছে হত্যা করার আগে সম্ভবত গণধর্ষণ করা হয়েছে কিশোরীকে। ভয়ঙ্কর এই ঘটনায় অভিযোগের তীর প্রতিবেশী এক পরিবারের দিকে। নিহতদের পরিবারের অভিযোগ, উচ্চবর্ণের ওই পরিবার এর আগেও নিম্নবর্ণের এই পরিবারের সদস্যদের ওপরে নির্যাতন চালিয়েছেন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য বহু দূর ছড়িয়েছে। কংগ্রেস নেত্রী ও উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান প্রিয়াঙ্কা গান্ধী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে খুন ও গণধর্ষণের ঘটনায় ১১ জন বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কিশোরীর লাশ পাওয়া গেছে ঘরের মধ্যে। বাকিদের লাশ বাড়ির বাইরে উঠানে পড়ে ছিল। নৃশংস এই হত্যাকা- ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্রের সাহায্যে চারজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যেকের শরীরেই গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। নিহতদের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই দুই পরিবারের মধ্যে সমস্যা ছিল। বারবার উচ্চবর্ণের পরিবারটি নির্যাতন চালাত নিম্নবর্ণের পরিবারের ওপরে। গত সেপ্টেম্বরে বিষয়টি চরমে পৌঁছায়। ২১ সেপ্টেম্বর তাদের মারধর করা হয়। প্রায় সপ্তাহখানেক পরে মামলা করা হয়, তাও নির্যাতনের শিকার পরিবারের বিরুদ্ধেই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ