নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
=দেশের তৃণমূল ফুটবলের বৃহৎ আসর বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিন জয় পেয়েছে ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমি (এফএ)। শনিবার পল্টন ময়দানে দিনের প্রথম ম্যাচে ছাগলনাইয়া ১-০ গোলে হারায় রাঙ্গামাটির সুইহলামং ফুটবল একাডেমিকে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করে ম্যাচসেরা হন শাহরিয়ার জয়। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় নারায়ণগঞ্জের ইপিলিয়ন ফুটবল একাডেমি ১-১ ব্যবধানে ড্র করেছে গাইবান্ধার এসএফসিএ ফুটবল একাডেমির বিপক্ষে। ইপিলিয়নের পক্ষে মো. সোহান এবং এসএফসিএর হয়ে মাহফুজুর রহমান একটি করে গোল করেন। ম্যাচসেরা নির্বাচিত হন এসএফসিএ’র মো, রিয়াদ নীরব। একাডেমি কাপ ফুটবলে এবার অংশ নিচ্ছে ১২টি দল। দশ দিন ব্যাপী টুর্নামেন্টের খেলা শেষ হবে আগামী ৩ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।