গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শনিবার সকালে থেকে বকেয়া বেতন-বোনাসের দাবিতে মিরপুর ১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার পর পরই কয়েকশ শ্রমিক মিরপুর ১৩ নম্বর ও কাফরুল থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে ১৪ নম্বর গোল চত্বরের সামনে গিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকার দাবি করেন, দুই থেকে তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। বার বার বেতন দিতে চেয়েও মালিকপক্ষ দিচ্ছে না।
এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০, ১৩, ১৪ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা পড়েন দুর্ভোগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।