মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান বৃহস্পতিবার শাহীন-১এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি আগের শাহীন-১ ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করন।
এ বিষয়ে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, অস্ত্র ব্যবস্থার নির্দিষ্ট নকশা এবং প্রযুক্তিগত পরিমিতিগুলোকে পুনরায় যাচাই করার লক্ষ্যে পরীক্ষামূলক ফ্লাইটটি চালানো হয়েছিল।
কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মঞ্জ, নেসকম চেয়ারম্যান ডাঃ রাজা সমর, আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলী এবং কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষাটি প্রত্যক্ষ করেন।
কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ফ্লাইট পরীক্ষা সফলভাবে পরিচালনার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি চমৎকার অবদানের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা এবং অঙ্গীকারের প্রশংসা করেন।
এই অর্জনে বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সার্ভিস চিফরা। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।