মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পানির পাইপে লুকিয়ে রাখা ছিল টাকা। পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে সেই সন্ধান পেয়ে সেখান থেকে টাকাগুলো বের করা হয়। এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অপরাধ দমন শাখা। -আনন্দবাজার
সংস্থার প্রায় ৪০০ অফিসার ওই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালায়। অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। অপরাধ দমন শাখার এক অফিসার বলেন, অভিযানে সাড়ে তিন কোটি রুপির গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ রুপি। ওই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপ থেকে ভারতীয় রুপি বের করছেন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।