গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার মহাখালীতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলের সঙ্গে কথা বলেছে পুলিশ।
এ দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের ছেলে ইশরাক আহমেদ সাদিন ছাড়াও আহত হন গাড়িচালক মো. মহসিন। নিহত হন দুই তরুণ আয়মান ওমর (২০) ও ফাহমিদ আহমেদ রাইয়ান (২০)।
মঙ্গলবার ভোরের ওই ঘটনায় কাফরুল থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। সেখানে কী ঘটেছিল তা জানতে ইশরাকের সঙ্গে পুলিশের কথাও হয়েছে বলে জানান কাফরুল থানার পুলিশ কর্মকর্তারা।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই আলমগীর জলিল বুধবার গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুর্ঘটনার পর ইশরাকের সঙ্গে তারা কথা বলতে পারেননি। তবে বুধবার তার সঙ্গে পুলিশের ‘প্রাথমিক কথা’ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।