Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ অসুস্থ অভিনেতা সিদ্দিক, চিকিৎসার জন্য যাচ্ছেন ভারতে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৩৬ এএম

হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সেখান থেকে তাকে যেতে হয় হাসপাতালে। ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন নিজের অসুস্থতার কথা।

এরপর কিছুটা সুস্থ হয়ে ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি সিদ্দিক বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ভারতে যাব। ডাক্তাররা বলেছেন, আমার হার্টের পরীক্ষা করানো দরকার। ভারতের বড় একজন হার্টের ডাক্তারকেই হার্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা-নিরীক্ষাগুলো সেখানেই করাব।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দর্শক-ভক্ত সবার কাছে দোয়া চাই। চিকিৎসা শেষে ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেব। আশা করি, বড় কোনো সমস্যা হয়নি।’

এর আগে গত ১২ নভেম্বর দেয়া ফেসবুক স্ট্যাটাসে সিদ্দিক লিখেছিলেন, ‘‘শান্তি মলম ১০টাকা’ নাটকের শুটিংয়ের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। সালাউদ্দিন লাভলু ভাই আমাকে হসপিটালে যেতে বলেন, তার কথামতো আমি উত্তরায় ইবনে সিনা হসপিটালে যাই। উত্তরায় বন্ধু জহির, ভগ্নিপতি ফেরদৌস, বড় ভাই হান্নান এর সহযোগিতায় চিকিৎসা শেষে বাসায় আসলাম। কালকে পুনরায় আবার চিকিৎসা করব এবং নির্ধারণ হবে আসলে আমার কি হয়েছে? সবাই দোয়া করবেন বড় রকম কোন কিছু যেন না হয়। সবার দোয়া চাই।’’



 

Show all comments
  • amin ২৪ নভেম্বর, ২০২১, ১২:৪৫ পিএম says : 0
    doa kori shustota lav korun
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ