Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্ধ্রপ্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৩৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ২:৫৭ পিএম

ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। বন্যায় বেশ কিছু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে মৃত সবার পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রবল এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ ছাড়া ২৪ ও ২৫ নভেম্বর তামিলনাড়ু, পদুচেরি এবং কারাইকাল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ