Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লি পৌঁছে অন্ধকারে সময় কাটল মমতার!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১:৫২ পিএম

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে দিল্লি পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন তিনি। সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লি গেলে ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় ওঠেন মমতা।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পৌনে ৭টার দিকে আলো নিভে যায় বাড়ির। অন্ধকার হয়ে যায় পুরো পাড়া। ওই পাড়াতেই থাকেন ভারতের একাধিক সংসদ সদস্য।

ভারতের বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।

সাধারণত দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে ওঠেন মমতা। আগে মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে উঠতেন। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালসহ অন্য নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ