মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এরই মধ্যে নাকাল অবস্থা দেশটির সাধারণ নাগরিকদের। এর মাঝে আবার বাড়ছে মোবাইল সেবার খরচ। সোমবার (২২ নভেম্বর) ভারতের বহুল ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেল জানিয়েছে, তারা তাদের প্রিপেডের বিভিন্ন সেবার দাম বাড়াতে চলেছে। এর মধ্যে রয়েছে টক টাইম-ইন্টারনেট এসব।
এয়ারটেল তাদের ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিলেও ভারতের ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও এখনো এ বিষয়ে কিছু জানায়নি। কলকাতার সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়, ২৫ শতাংশ খরচ বাড়াতে চলেছে এয়ারটেল। ২৬ নভেম্বর থেকে তাদের নতুন ট্যারিফ কার্যকর হবে।
ভারতের এয়ারটেলের ‘বেস প্ল্যানে’র (২৮ দিনের) জন্য এখন দিতে হবে ৯৯ রুপি। যা আগে ৭৫ রুপি ছিল। এছাড়া মাসিক প্ল্যানের জন্য এয়ারটেল গ্রাহকদের ৫০ রুপি বেশি দিতে হবে। ১৪৯ রুপির প্ল্যান বদলে হয়েছে ১৭৯ রুপিতে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এয়ারটেল দাবি করছে, উন্নত সেবা দিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে মাসে গ্রাহক পিছু গড় আয় এখন ন্যূনতম ২০০ রুপি ও আগামী দিনে ৩০০ রুপি হওয়া উচিত। সেই লক্ষ্যে এটি তাদের প্রথম পদক্ষেপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।