Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কাশ্মীরের মানবাধিকারকর্মী খুররম পারভেজ আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১০:৫০ এএম

মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভায় যোগ দেওয়ার কথা ছিল মানবাধিকারকর্মী খুররম পারভেজের। খুররাম পারভেজকে আটকের আগে রোববার তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকারকর্মী খুররম পারভেজকে আটক করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার রাতে খুররমকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে আটক করা হয়।

ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ’র ভাষ্যমতে, মানবাধিকারকর্মী এবং জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটির সমন্বয়ক খুররম পারভেজের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ রয়েছে।

২০০৬ সালে খুররম পারভেজ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘রিবোক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পান।

এনডিটিভি বলছে, ২০০৪ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় বোমা হামলায় এক পা হারান খুররম পারভেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ