মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র ২৮ স্কয়ার কিলোমিটারের একটি গ্রাম। নাম পচামপেল্লি। সেই গ্রামটিকেই বিশ্বের সেরা গ্রাম হিসেবে বিবেচনা করেছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিএ)। জানা গেছে, ভারতের হায়দরাবাদে গ্রামটি অবস্থিত। রেশমের কাপড় এবং সুতির সুতার জন্য গ্রামটি বিখ্যাত। এছাড়া বিভিন্ন ফোন নম্বর সম্বলিত ঝকঝকে বিলবোর্ডের বাড়তি শোভা রয়েছে সেই গ্রামের বিভিন্ন জায়গায়। কেউ যদি হায়দরাবাদ মহাসড়ক দিয়ে বাম দিকে এমজি রোডের দিকে যেতে থাকে, পচামপেল্লি গ্রামের কাছাকাছি যেতেই অন্যরকম ভালোলাগা কাজ করবে। চাষের জমি, বাড়ি থেকে পাহাড় দেখার অদ্ভুত অনুভূতি কাজ করবে সেখানে। সেখানে যাওয়া লোকজন কেনাকাটায় ব্যস্ত সময় পার করে। কারণ, সেখানে রাস্তার দুধারে নানা রকমের জিনিসের পসরা সাজানো রয়েছে। হায়দরাবাদ ছাড়াও বিভিন্ন স্থান থেকে পর্যটকরা সেখানে নৈসর্গিক দৃশ্য দেখা ছাড়াও কেনাকাটার জন্য যান। দোকানগুলোতে শৌখিন এবং অত্যন্ত আধুনিক মানের জিনিস থাকে। এসব দোকানের অনেকগুলোই নারীরা দেখাশোনা করেন। দোকানগুলোর কারণে নারীরাও এখন স্বাবলম্বী। শাড়ির উপর অনেকেই নকশা তৈরি করে বিক্রি করেন। সেসব শাড়ির যথেষ্ট কদর রয়েছে। এতে করে হাতের কাজেরও মূল্যায়ন হচ্ছে। করোনাভাইরাস মহামারির মধ্যে পর্যটক আসা বন্ধ ছিল। তবে এখন আবারও সেখানে পর্যটক ফিরেছে। পর্যটকরা দিনের বেলা এলে চাইলে তারা রাতেও থেকে যেতে পারছেন। সেই ব্যবস্থাও রয়েছে গ্রামটিতে। নানা রকমের সুবিধা এবং জনগণের আকর্ষণের দিকটি বিবেচনা করে পচামপেল্লিকে বিশ্বের সেরা পর্যটন গ্রাম ঘোষণা করা হয়েছে। দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।