Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটের সুরমা নদীতে গৃহবধূর লাশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৩:২২ পিএম

নিখোঁজের দুদিন পর সিলেটের সুরমা নদী থেকে রোমানা বেগম (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ নভেম্বর) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার কানিশাইল এলাকাস্থ সুরমা নদীতে রোমানা বেগমের লাশ পানিতে ভাসতে দেখেস স্থানীয়রা। পরে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় উদ্ধার করে লাশ। নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানা বেগমের লাশ শনাক্ত করেন। রোমানা বেগম অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম (৩৭) শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মহিলা নিখোঁজ হন। এরপর আর আর বাসায় আসেননি তিনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে ওই মহিলার কোন সন্ধান না পাওয়ায় এসএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী ( ডায়েরী নং- ২০৬৪) করেছেন রোমানা বেগমের স্বামী আব্দুল হামিদ। ওসি বলেন, গৃহবধূ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই হয়তো নদীতে পড়ে মারা গেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ