Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ি থেকে ছড়িয়ে পড়া ডলার নিয়ে উন্মত্ততা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি আন্তঃরাজ্য মহাসড়কে টাকাবাহী কাভার্ড ভ্যান থেকে পড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে যাওয়া ডলার নিয়ে চরম উন্মত্ততা দেখা গেছে, এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজ্যটির সান ডিয়াগো কাউন্টির ইন্টারস্টেট ফাইভ মহাসড়কে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, রাস্তাজুড়ে ও আশপাশে ছড়িয়ে পড়া ডলার তুলতে মানুষ ছুটছে। পুলিশ জানিয়েছে, ডলার সংগ্রহের উন্মত্ততায় চালকরা গাড়ি ফেলে রেখে রাস্তায় নেমে গেলে থেমে থাকা গাড়িতে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, অন্য যারা ডলার নিয়ে সরে পড়েছেন তাদের অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার প্রায় সোয়া ৯টার দিকে চলন্ত অবস্থায় একটি সাঁজোয়া যানের দরজা হঠাৎ করে খুলে গিয়ে বেশ কিছু ডলারের ব্যাগ পড়ে যায়, সেগুলো খুলে রাস্তাজুড়ে ডলার ছড়িয়ে পড়ে বাতাসে উড়তে থাকে। “যে কোনো ভাবেই হোক একটি সাঁজোয়া গাড়ি থেকে রাস্তায় টাকা পড়ে যায়,” বলেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল (সিএইচপি) কর্মকর্তা জেম বেনকোর্ট। “চারদিকে নোট উড়ছিল,” বলেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ