বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছিনতাই ও ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দু'যুবক। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী খন্তাকাটা ও পুর্বকোদালায় এলাকায়। এলাকাবাসী জানান মো.রানা (২৫)ও মোর্শেদ(২৪) রাতে দু'টি দোকান হতে ডাকাতি করে পালানোর সময় ডংনালা এলাকায় গ্রামবাসীর গণপিটুনির শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে।আহত মো.রানা(২৫) পিতা নুরুল আমিন ও মোর্শেদ (২৪) পিতা রাজ্জাক আলী, গ্রাম ছাগলখাইয়া,ডাক,বাঙালহালিয়া, থানা,চন্দ্রঘোনা, উপজেলা রাজস্থলী বসবাসকরে। চন্দ্রঘোনা থানা আহতদের উদ্ধার করে রাতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতঃপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানাযায়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী (ওসি) শনিবার(২১নভেম্বর), জানান ওরা মটোরসাইকেল যোগে ছিনতাই করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে আহত হয়েছে। মটোরসাইকেল জব্দ করা হয়েছে এবং আহতরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।