Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোংলায় মাটি খুঁড়ে কথিত ম্যাগনেট খোঁজার সময় ৭ যুবককে গণপিটুনি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৭:৫১ পিএম

মাটি খুঁড়ে কথিত ম্যাগনেট (সীমানা পিলার) খোঁজার সময় বাগেরহাটের মোংলায় ৭ যুবককে গণপিটুনি দেয়া হয়েছে। গণপিটুনির পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ৭ যুবক হচ্ছে, মোংলা উপজেলার মধ্যহলদিবুনিয়া গ্রামের কেরামত আলী শেখের ছেলে হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের আকবর আলীর ছেলে সেকেন্দার শেখ (২৫), মাহমুদ শেখের ছেলে জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের সুদাস মন্ডলের ছেলে রতন মন্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে আবুল হাসান (৩৪), রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ইলিয়াছ গাজীর ছেলে জসিম গাজী (২৫)।
মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খড়খড়ে গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৭ যুবক মাটি খুড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিলো। তখন আশপাশের লোকজন বিষযটি বুঝতে পেরে তাদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ওই রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। সকালে গ্রেফতার দেখিয়ে মোংলা থানা পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।
মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, আটককৃতদের কাছে কোন কিছু পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে চালান দেয়া হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনি

২১ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ