Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত,আহত-১

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে গনপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে।
গনপিটুনিতে নিহত ইসমাইল হোসেন(২৭) ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং নুরু মিয়া(২৮)
পার্শ্ববর্তী কাজিয়াতল গ্রামের আব্দুস সালামের ছেলে।এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান(২৮) জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডাকাত সন্দেহে একই এলাকার দুই যুবককে গনপিটুনি দিয়ে হত্যার নেপথ্যে অন্যকিছু আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় পুলিশ সুপারের উপস্থিতিতে গনশুনানী অনুষ্ঠিত হয়।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা জানা, উপজেলার কেওট গ্রাম এলাকা থেকে ধাওয়া খেয়ে তিন যুবক নিজ পার্শ্ববর্তী পালাসুতা গ্রামের নায়েব আলীর বাড়ীতে আশ্রয় নেয়। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার করলে যুবকেরা তাদের পরিচয় দেয়। কিন্তু এলাকার একশ্রেণীর উত্তেজিত লোকজন তাদেরকে গনহারে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে
প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত শাহজাহানকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, নিহতদের অতীত রেকর্ড তেমন ভালো না। ডাকাত সন্দেহেই এলাকার লোকজন তাদেরকে গনপিটুনি দিয়েছে। শুনেছি তারা নাকি পার্শ্ববর্তী কেওট গ্রাম এলাকা থেকে দৌড়ে এসে পালাসুতা গ্রামের নায়েব আলীর বাড়ীতে আশ্রয় নিয়েছিল। তবে কোথায় কখন কার বাড়িতে ডাকাতির ঘটনা সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা নিহতদের বিষয়ে এবং ঘটনার নেপথ্যে কোন কারন আছে কিনা তা তদন্ত করে দেখছি।

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কি কারনে তাদেরকে গনপিটুনি দেয়া হয়েছে সেটা এখনো স্পস্ট নয়। আমরা চিকিৎসাধীন একজনের বক্তব্য নিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

Show all comments
  • Mohmmed Dolilur ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:২৩ এএম says : 0
    এরা ছাত্র লীগের ছেলে,এরা এলাকায় চাঁদা বাজি থেকে শুরু করে,ঘুম খুন হত্যা এই গুলোতে সরকার কে সাহায্য করতেন,এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে এদের গন গণপিটুনি দিয়েছে,তবে মেরে ফেলা উচিত নয়,এই দরনের লোকদের আইনের হাতে দেওয়া উচিত,কিন্তু দুঃখের বিষয় কি বলমু,আইন কোথায় পাবে,পৃথিবীর সব দেশেই বর্তমানে আইন বিক্রি হয়ে গেছে,সত্য এখন মিথ্যা,আর মিথ্যা এখন সত্য,টাকার ও ক্ষমতার জন্য বর্তমানে পুরা পৃথিবীতে মানুষ মানুষের সাথে বেইমানি এবং দোকা বাজী করে থাকে,তবে মানুষ হত্যা মহা পাপ ,মারা উচিত নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনিতে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ