বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ডাকাত সন্দেহে দুলাল (২৮) ও নজরুল (৩২) নামের দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেল, দু’টি ছোরা ও একটি লোহার রডসহ তাদের আটক করে। তবে আহতরা বলছেন পূর্ব শত্রুতার জেরে তাদের প্রতিপক্ষ ডাকাত বলে তাদের মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চর আমিনুল হক গ্রামের তেরিসপোল এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, জেলার সদর উপজেলার পশ্চিম শুল্যকিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও চর দরবেশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে দুলাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মোটরসাইকেল যোগে তিন যুবক তেরিসপোল এলাকায় আসে। এসময় তারা পাশ^বর্তী একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে নজরুল ও দুলালকে আটক করে গণপিটুনি দেয়। এসময় অন্যজন পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, রাতে ওই এলাকায় দিয়ে আসার সময় পূর্ব বিরোধের জের ধরে তাদের প্রতিপক্ষের লোকজন গাড়িসহ তাদের আটক করে। পরে মারধর শেষে ডাকাত বলে অস্ত্র দিয়ে আমাদের পুলিশে সোপর্দ করে।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পুলিশ হেফাজতে তাদের নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।