Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরে গণপিটুনি খেলেন বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

জামাই আদর তো জুটলই না উল্টো গণপিটুনি খেলেন বর। ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক প্রথম বিয়ের কথা চেপে গিয়ে দ্বিতীয়বার বিয়েতে বসতে যাচ্ছিলেন। খবর পেয়ে বর আসার আগেই তার প্রথম স্ত্রী তাদের চার বছর বয়সী সন্তানকে নিয়ে কনের বাড়িতে হাজির হন। এদিকে বিয়ে করতে এসে প্রথম স্ত্রীকে কনের বাড়িতে দেখামাত্র চম্পট দেয় বর। কিন্তু বিয়েতে আসা অতিথিরা তাকে ধরে ফেলে গণপিটুনি দেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই যুবকের পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু প্রথম স্ত্রীকে লুকিয়ে রীতিমতো ধুমধাম করে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রমাণ পাওয়ায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনি খেলেন বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ