মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্ণবিদ্বেষমূলক উত্তেজনার মধ্যে দুজনকে গুলি করে হত্যা এবং এক জনকে আহত করায় অভিযুক্ত কিশোরকে খালাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। কাইল রিটেনহাউস নামের ওই কিশোর আত্মরক্ষার্থে গুলি করেছিল দাবি করার পর আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এদিকে, কাইল রিটেনহাউসকে খালাস দেওয়া রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অনেক এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। গত বছরের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে জোসেফ রোসেনবাম (৩৬) এবং অ্যান্থনি হুবারকে (২৬) গুলি করে হত্যা এবং গ্রেইস গ্রসক্রিউজ নামের একজনকে আহত করে কিশোর কাইল রিটেনহাউস। বর্তমানে রিটেনহাউসের বয়স ১৮ বছর। গুলিবিদ্ধরা এবং হামলাকারী সবাই শেতাঙ্গ। উদ্দেশ্যপ্রণোদিত হত্যাসহ পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয় কাইল রিটেনহাউসকে। এসব অভিযোগে রিটেনহাউসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো। কিন্তু, সাত জন নারী এবং পাঁচ জন পুরুষ বিচারকের সমন্বয়ে গঠিত মার্কিন আদালতের ১২ জনের জুরি বোর্ড রিটেনহাউসেকে সব অভিযোগ থেকে খালাসের রায় দিয়েছে। গত বছর রিটেন হাউসকাণ্ডের দুদিন আগে ২৩ আগস্ট কেনোশা শহরেই এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব এস ব্লেইক গুরুতর আহত হন। এ নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অস্থিরতার আশঙ্কায় কেনোশা শহরে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করা হয়। এদিকে, রিটেনহাউসের বিচারের ঘটনায় ‘সবাইকে শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মামলার রায় অনেকের মধ্যেই ক্ষোভ ও উদ্বেগের জন্ম দেবে। তবুও আমিসহ সবাইকে এটা মানতে হবে- আদালত তার রায় দিয়েছেন।’ অন্যদিকে, মার্কিন কংগ্রেসের ব্ল্যাক ককাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বিচার ব্যবস্থা একজন সশস্ত্র ব্যক্তিকে কীভাবে মুক্ত করে দিতে পারে... এটা মেনে নেওয়া যায় না।’ আদালতের বাইরেও অনেককে রায়ের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে, কিছু লোক সেখানে কাইল রিটেনহাউস নির্দোষ প্রমাণ হওয়াকেও স্বাগত জানান। সব অভিযোগ থেকে মুক্তির রায় শোনার পর চিৎকার করে ওঠেন কাইল রিটেনহাউস। এ সময় তিনি ভরা আদালতের মেঝেতে পড়ে যান। সেখানে তার মা-ও উপস্থিত ছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।