Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

 বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সদর উপজেলা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ৭:০৯ পিএম | আপডেট : ৭:০৯ পিএম, ২০ নভেম্বর, ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেরপুর আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল উপ-পরিষদ আয়োজিত ওই টুর্নামেন্টে সদর উপজেলা দল নকলা উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় রাজনের গোলে এগিয়ে যায় শেরপুর সদর উপজেলা দল। পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে নকলা উপজেলা। কিন্তু খেলার ৫৪ মিনিটের সময় সদর উপজেলা দল সিজারের গোলে ২-০ গোলে এগিয়ে যায়। পরে ৬৯ মিনিটের সময় নকলা উপজেলা দলের সজল একটি গোল করলেও ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় সদর উপজেলা দল। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সদর উপজেলার মিডফিল্ডার রাশেদুল ইসলাম মো. জিহান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে নকআউট ভিত্তিতে জেলার ৫ উপজেলা দল অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ