Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আদালতে বিচারককে মারধর বিহারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার ঝাঁঝাড়পুরের এক আদালতে শুনানির সময় বিচারককে মারধর করেছেন দুই পুলিশ কর্মকর্তা। আচমকা আদালত কক্ষে ঢুকে এই ঘটনা ঘটিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শুনানির সময় পুলিশের দুই সাব-ইন্সপেক্টর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক (এডিজে) অবিনাশ কুমারকে মারধর ও তার দিকে বন্দুক তাক করেন। জানা জানায়, স্থানীয় সময় দুপুর ২টায় একটি মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন এডিজে অবিনাশ। সেসময় ওই কক্ষে গোপাল কৃষ্ণা এবং অভিমন্যু শর্মা নামের ওই দুই পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়ে চড়াও হয় বিচারকের ওপর। এ সময় উপস্থিত আইনজীবী ও আদালতের কর্মচারীরা বিচারক অবিনাশকে উদ্ধার করতে এলে তাদের ওপরও চড়াও হয় ওই দুই পুলিশ কর্মকর্তা। পরে বিচারককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ