Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ মাসের সর্বোচ্চে ভারতের পাইকারি বাজারে মূল্যস্ফীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারতে পাইকারি বাজারে মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে, অক্টোবরে যা ১২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। পণ্যের উৎপাদন ব্যয় ও অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়াই এ মূল্যস্ফীতির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর দ্য প্রিন্ট। গত এপ্রিল থেকেই দুই অংকের ঘরে পৌঁছে ডব্লিউপিআই মূল্যস্ফীতি। টানা সাত মাস সে অবস্থাতেই রয়েছে। গত সেপ্টেম্বরে এ হার ১০ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। অথচ গত বছরের অক্টোবরে এ হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ। মে মাসে ডব্লিউপিআই ছিল ১৩ দশমিক ১১ শতাংশ, এরপর কিছুটা কমলেও অক্টোবরে এসে তা আবার বেড়ে পাঁচ মাসে সর্বোচ্চে পৌঁছেছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে খনিজ তেল, মৌলিক ধাতু, খাদ্যপণ্য, অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও রাসায়নিক দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। বাজার বিশ্লেষণ করে দেখা যায়, উৎপাদিত পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, যা আগের মাসে ছিল ১১ দশমিক ৪১ শতাংশ। জ্বালানি তেল ও বিদ্যুৎ খাতে পাইকারি দাম বৃদ্ধির হার ৩৭ দশমিক ১৮ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ২৪ দশমিক ৮১ শতাংশ। অপরিশোধিত জ্বালানির ক্ষেত্রে মূল্যস্ফীতির হার ৮০ দশমিক ৫৭ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৭১ দশমিক ৮৬ শতাংশ। মূল্যস্ফীতির জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে। গত মাসেও এটি সুদের হার অপরিবর্তিত রেখেছে, যা রেকর্ড পরিমাণে সর্বনিম্ন। এমন সুদের হার আরো কিছুদিন অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ