Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়বটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:৪৬ পিএম

২০২২ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়বটের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক শীতকালীন ওই অলিম্পিকে অংশ নেবেন না। তবে মার্কিন অ্যাথলেটরা সেখানে অংশ নেবেন। শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাথ্যম বিবিসি ও ডয়চে ভেলে।

সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মেক্সিকোর রাষ্ট্রপ্রধান এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের আগে চীন ইস্যুতে কথা বলার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হোয়াইট হাউসে জো বাইডেন জানান, বেইজিংয়ে আয়োজিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক বা কর্মকর্তা যাবেন না। তবে খেলোয়াড়রা বেইজিংয়ে যাবেন।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। চীনের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও মার্কিন কর্মকর্তাদের লম্বা সময় ধরে বৈঠক হয়েছে। কিন্তু সেখানে বেইজিং অলিম্পিক নিয়ে কোনো আলোচনা হয়নি।
সম্প্রতি হংকং এবং তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্ষমতাবৃদ্ধি নিয়েও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে শীতকালীন অলিম্পিক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ