Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরাইলি দম্পতিকে মুক্তি দিল তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১১:৪৯ এএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক ইসরাইলি দম্পতিকে ছেড়ে দিয়েছে তুরস্ক। তাদের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট ভবনের ছবি তোলার অভিযোগ আনা হয়েছিল। প্রায় এক সপ্তাহ বন্দী থাকার পর মোরডি ও নাতালি ওকনিন দম্পতিকে মুক্তি দেয় তুরস্ক। তারা ইসরাইলে পৌঁছেছেন।

ইসরায়েলি দম্পতি মুক্তি পেয়ে এখন মধ্য ইসরায়েলে নিজেদের বাড়িতে ফিরে গেছেন। তারা বলেছেন, ‘আমরা দেশের সব মানুষকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের মুক্তির জন্য যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।’ প্রধানমন্ত্রী বেনেটও টুইট করে তাদের ঘরে ফেরাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অনেক চেষ্টার পর তারা জেল থেকে মুক্তি পেয়েছেন এবং ইসরায়েল ফিরে আসতে পেরেছেন।’

তবে তাদের এই মুক্তি সহজে হয়নি। ইসরাইলের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিকরা সমানে চেষ্টা চালিয়ে গেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৃহস্পতিবার এরদোগানের সঙ্গে কথা বলেন বেনেট। বেনেটের অফিস জানিয়েছে, ২০১৩ সালের পর এই প্রথমবার ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের কথা হলো।

মোরডি ও নাতালি দুজনেই ইসরাইলের সব চেয়ে বড় বাস কোম্পানিতে বাসচালকের কাজ করেন। তারা ছুটিতে তুরস্ক গেছিলেন। গত সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ, তারা রেডিও ও টেলিভিশন টাওয়ারের উপর থেকে প্রেসিডেন্ট এরদোগানের বাসভবনের ছবি তুলেছিলেন। টাওয়ারের এক কর্মী তা দেখে পুলিশের কাছে অভিযোগ করেন। তারপরই পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক চরবৃত্তির অভিযোগ আনা হয়।

এরপরই শুরু হয় ইসরাইলের তরফে তাদের মুক্ত করার উদ্যোগ। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই দম্পতি গুপ্তচর নন। প্রধানমন্ত্রী বেনেট এক প্রবীণ কূটনীতিককে নিয়োগ করেন তাদের মুক্তির জন্য। তাদের মুক্তির পর ইসরাইলের মন্ত্রী মাতান কাহানা বলেছেন, আশা করছি, তুরস্কের সঙ্গে সম্পর্ক এবার ভালো হবে। যোগাযোগ শুরু হয়েছে। এবার তা বাড়ানো দরকার। দম্পতির মুক্তির পর প্রধানমন্ত্রী বেনেট ধন্যবাদ দিয়েছেন এরদোগানকে। সূত্র: এপি, এএফফি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ