Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী দিয়ে শরীর ম্যাসাজ বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

অনেক পার্লারেই পুরুষের শরীর ম্যাসাজ করেন নারীরা। কোথাও কোথাও উল্টোটাও দেখা যায়। আর এর ফাঁকে অনেক জায়গায় বন্ধ দরজার পেছনে পাতা হয় দেহ ব্যবসার ফাঁদ। স্পা-পার্লার-স্যালুনে এমন কর্মকাণ্ড বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করেছে আসামের গুয়াহাটি শহর কর্তৃপক্ষ। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের জায়গাগুলোতে আর নারীদের দিয়ে শরীর ম্যাসাজ করাতে পারবেন না পুরুষরা। পুরুষ দিয়ে নারীদের শরীর ম্যাসাজও বন্ধ। শুধু তাই নয়, সব স্পা-পার্লার-স্যালুনের দরজা হতে হবে স্বচ্ছ। অর্থাৎ ভেতরে কী চলছে তা যেন বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। খবর অনুসারে, গত ১৩ নভেম্বর এ নির্দেশিকা জারি করেছে গুয়াহাটি শহর কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, নাগরিক সমাজের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- স্পা-পার্লার-স্যালুনের ভেতর ম্যাসাজের জন্য আলাদা কোনো কক্ষ রাখা যাবে না। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ