মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। অধিকাংশেরই মত, কৃষকদের কারণেই বায়ুদূষণ হচ্ছে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট বলেছেন, দিল্লি সরকারকে খড় পোড়ানোর বিরুদ্ধে কৃষকদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে এটাও বলেছেন যে, তারা কৃষকদের বিরুদ্ধে কোনো আদেশ দেবে না। প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘আমরা কৃষকদের শাস্তি দিতে চাই না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি, তারা যেন কৃষকদেরকে অন্তত এক সপ্তাহের জন্য খড় পোড়ানো বন্ধ রাখতে বলে।’ এ সময় টেলিভিশনসহ বিভিন্ন স্থানে চলা একে অপরের দোষারোপের বিষয়ে কথা বলেন তিনি। বলেন, ‘টেলিভিশনে বিতর্ক আরও দূষণ ছড়াচ্ছে। এখানে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা রয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।