Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আফগানিস্তানের বিশেষ মার্কিন দূতের বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১:২১ পিএম

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে বিশেষ বৈঠক ভারতের। মঙ্গলবার নয়াদিল্লিতে আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন দূত থমাস ওয়েস্টের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ছিলেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাও।

তালেবানদের অধীনে থাকা আফগানিস্তানে শান্তি ফেরানোর লক্ষ্য়ে সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিশেষ করে সেখানে ত্রাণ পাঠানো ও শরণার্থী প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ভারতে যাওয়ার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন থমাস ওয়েস্ট। ইসলামাবাদে রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও মস্কো গিয়ে আফগানিস্তানে নিযুক্ত বিশেষ রুশ দূত জামিল কাবুলভের সঙ্গেও বৈঠক করেছিলেন মার্কিন দূত।

মনে করা হচ্ছে, পাকিস্তানে হওয়া বৈঠকের নির্যাস নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। এদিকে অজিত ডোভালও গত সপ্তাহে রাশিয়া, ইরান ও এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে হওয়া আফগান পরিস্থিতি নিয়ে বৈঠকের বিষয়েও জানান ওই বৈঠকে। সব মিলিয়ে আফগান পরিস্থিতি নিয়ে বহু গুরুত্বপূ্র্ণ প্রসঙ্গই যে বৈঠকে উঠে এসেছে, তা জানা গিয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে আফগানিস্তানের বিশেষ মার্কিন দূত হিসেবে নিযুক্ত হন থমাস ওয়েস্ট। তার আগে ওই পদে ছিলেন জালমে খলিলজাদ। অক্টোবরেই মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে নিজের পদত্যাগপত্র দেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে খলিলজাদের যুক্তি ছিল, আফগানিস্তান নিয়ে মার্কিন নীতির নতুন পর্যায়ে নতুনদের জন্য পথ ছেড়ে দিতে চাইছেন তিনি।

টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুদ্ধ করেছে আমেরিকা। আর সেই যুদ্ধ শেষ করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খলিলজাদের। কাতারের রাজধানী দোহায় বিগত বছর দুয়েক ধরে তালিবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তার ইস্তফার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব বর্তেছে ওয়েস্টের উপরে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ