Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ৫ বছরের নিষেধাজ্ঞা বাড়াল ভারত জাকির নায়েকের ওপর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১০:২৫ এএম

ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরো পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত সরকার।জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ, তিনি দেশে ও বিদেশে মুসলিম যুবকদের 'সন্ত্রাসী' কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন।

তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, মারাত্মক এই অভিযোগের স্বপক্ষে মোদি সরকার সুস্পষ্টভাবে কোনো প্ৰমাণ দিতে পারেনি। এ যাবৎ যেসব প্রমাণ দেয়া হয়েছে তার বেশিভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসেবে সেগুলো ছিল খুবই দুর্বল।

মঙ্গলবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করেত পারে। তাই কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর অধীনে আরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

সূত্র : পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ