Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারুকের বোলিং তান্ডবে লন্ডভন্ড নিউজ বাংলা ২৪

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

 ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটের গ্রুপ ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজ বাংলা ২৪কে ৪ উইকেটে উড়িয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে দৈনিক ইনকিলাব। গতকাল পল্টন আউটার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ফারুক হোসাইনের দুর্দান্ত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৪ রানেই গুটিয়ে যায় নিউজ বাংলা। মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। জবাবে মাত্র ২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। এতেও ছিল ফারুকের নান্দনিক ব্যাটিংয়ের ছোঁয়া। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে ইনকিলাব চিফ রিপোর্টারের হাতে। আঁটসাঁট ফিল্ডিংয়ের ফেরে পড়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইনকিলাবের জাহিদুল ইসলামের গতিময় বোলিংয়ে চাপে পড়ে নিউজ বাংলার ব্যাটাররা। পরে ফারুকের দুই ওভারের স্পেলে লন্ডভন্ড হয়ে যায় দলটি। মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে পুরেন এই পেসার। অপর উইকেটটি জাহিদের। নিউজ বাংলার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন ওপেনার জব্বার। ৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনকিলাবের ওপেনার মাজহারুল ইসলাম কোনো রান না করে ফিরলে কিছুটা চাপে পড়ে টিম ইনকিলাব। সেই চাপকে মাটি চাপা দিয়ে আরেক ওপেনার মাইনুল হাসান সোহেলের সাথে নান্দনিক এক জুটিতে ২১ বল আগেই দলকে শেষ আটে তোলেন ফারুক। তোপ দাগানো বোলিংয়ের পর ব্যাট হাতেও ৯ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা ফারুক। দুটি চার ও একটি ছক্কায় ১৫ রানে অপরাজিত ছিলেন ইনকিলাব সিনিয়র রিপোর্টার সোহেল। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ