মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে বার্ড ফ্লু দ্রæত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই)। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ওআইই সোমবার জানিয়েছে, দেশটির একটি পোল্ট্রি ফার্মে ৭ লাখ ৭০ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। গত সপ্তাহে জাপানের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এছাড়াও, চলতি বছর চীনে ২১ জনের শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচফাইভএনসিক্স সাবটাইপের সংক্রমণ ধরা পড়েছে। যা গত বছরের চেয়ে সংখ্যায় বেশি। ওআইই জানিয়েছে, নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলে ৭ হাজার পাখির শরীরে এইচফাইভএনওয়ান বার্ড ফ্লু ধরা পড়েছে। শরতে পরিযায়ী পাখির মাধ্যমে সাধারণত ফ্লু ছড়িয়ে থাকে।
বেলজিয়াম সরকার জানিয়েছে দেশটিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। জনগণকে হাঁসমুরগি ঘরের ভেতরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে একটি বন্য রাজহাঁসের শরীরে প্যাথোজেনিক ভ্যারিয়েন্টের বার্ড ফ্লু ধরা পড়েছে। চলতি মাসের শুরুতে ফ্রান্সে ও গত মাসে নেদারল্যান্ডে বার্ড ফ্লু মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।