Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিসেস্টার দাঙ্গার অর্ধেক টুইট এসেছে ভারত থেকে

মূলধারার ভারতীয় মিডিয়ার ভূমিকা হিন্দু সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক বিবিসির গবেষণা রিপোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপ ক্রিকেটে ২৮ আগস্ট পাকিস্তান-ভারত ম্যাচের পর মুসলিম ও হিন্দুদের মধ্যে ক্রমাগত উত্তেজনার মধ্যে লিসেস্টার (ইউকে) শহরে গত সপ্তাহে দাঙ্গায় আগুন জ্বালানোতে একটি বড় ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া। ব্রিটেনের একজন বিবিসি সাংবাদিক ঘটনাটি তদন্ত করে একটি এলোমেলো নমুনায় খুঁজে পেয়েছেন যে, হ্যাশট্যাগসহ ৫০ শতাংশ টুইট আসলে ভারতের টুইটার অ্যাকাউন্ট থেকে এসেছে।
বিবিসি রিপোর্টার আবদিরাহিম সাইদ বলেছেন, ‘টুইটের ২ লাখ হাজার নমুনার মধ্যে ৫০ শতাংশেরও বেশি ভারতে ভূ-অবস্থানকৃত আইন থেকে উদ্ভূত’। ক্রমানুসারে, লিসেস্টার দাঙ্গার এসব টুইটের মধ্যে ৫০ শতাংশ ভারতজুড়ে অবস্থান থেকে রিটুইট করা হয়েছে।
ট্রেন্ডিং হ্যাশট্যাগ : আবদিরহিম সাঈদ একাধিক টুইট বার্তায় বলেছেন, শীর্ষ তিনটি সাম্প্রতিক হ্যাশট্যাগ হল #লিসেস্টার, #হিন্দুসুন্ডারঅ্যাট্যাক এবং #হিন্দুসুন্ডারঅ্যাট্যাকইনইউকে। তবে আরো মজার বিষয় হল যে, লিসেস্টার দাঙ্গায় # হিন্দুসুন্ডারঅ্যাট্যাকস-এর জন্য ৯৭ শতাংশ রিটুইট এসেছে ভারত থেকে- তিনি উল্লেখ করেছেন।
বিবিসি প্রতিবেদক আরো দেখেছেন যে, ১৮ সেপ্টেম্বর (রোববার) এবং ১৯ সেপ্টেম্বর (সোমবার) এ #লিসেস্টারের উল্লেখ করা অন্তত ৫ লাখ ইংরেজি ভাষায় টুইট হয়েছে।
অধিকন্তু, যুক্তরাজ্য এবং ভারতের পরে লিসেস্টার দাঙ্গায় মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বৃহত্তম সংখ্যক টুইট/রিটুইট রেকর্ড করেছে, তাদের তদন্তে প্রকাশিত হয়েছে। এগুলো বেশিরভাগই ডানপন্থী চরমপন্থী, প্রভাবশালী এবং রাজনীতিবিদদের দ্বারা টুইট করা হয়েছিল।
এছাড়াও #হিন্দুসুন্ডারঅ্যাট্যাক-এর ‘টপ টুইটার’ ১ ফলোয়ার এবং ১ ফলোয়ারসহ সেপ্টেম্বরে তার অ্যাকাউন্ট তৈরি করেছেন। একটি আকর্ষণীয় পর্যবেক্ষণে লেস্টারের ট্যাগটি ১৩৯টি রিটুইট দেখেছে।
#ব্রিটান ফার্স্ট : দ্বিতীয় প্রবণতা হ্যাশট্যাগ ছিল #ব্রিটেইনফার্স্ট। যেহেতু লিসেস্টার একটি প্রধানত অভিবাসী সমাজ যেখানে ইংরেজিভাষী নাগরিকরা সংখ্যালঘু হিসেবে, তাই বেশ কয়েকটি ভিডিও আবির্ভূত হয়েছে যেখানে ব্রিটিশরা ‘ব্যাখ্যা’ করেছে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে কী ঘটবে।
বিবিসির প্রতিবেদক লিসেস্টার শহরে টুইট করেছেন, ‘আরেকজন আমেরিকান প্রভাবশালী তার জীবনীতে ‘পশ্চিমী সভ্যতাকে বাঁচাতে সাহায্য করুন’ এবং ‘মুসলিম নো-গো-জোন এলাকা’ এবং ‘ইউরোপের মুসলমানদের’ দ্বারা ২ লাখ ২০ হাজারের বেশি ফলোয়ারের সাথে আরেকটি এলাকা নিয়ন্ত্রণ দখল করার বিষয়ে টুইট করেছেন।
সাংবাদিকদের ওপর হামলা : লিসেস্টার দাঙ্গার কভার করা অনেক ব্রিটিশ সাংবাদিক ‘পক্ষপাতমূলক প্রতিবেদন’ করার জন্য ভারতের হিন্দু ডানপন্থীদের আক্রমণের শিকার হয়েছেন। দ্য গার্ডিয়ানের রিপোর্টার আইনা জে. খান বিশদভাবে বর্ণনা করেছেন, কীভাবে তিনি ডানপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কট্টর সমর্থক হিন্দু পুরুষদের মৌখিক আক্রমণের শিকার হয়েছিলেন। কারণ, তিনি ঘটনাটি কভার করার সময় একজন মুসলিম ছিলেন। তারপর থেকে, তার অভিজ্ঞতা সম্পর্কে লেখার পর, আইনা আরো বেশি বিরক্তি পেয়েছেন।
সঙ্গীতা মাইস্কা নামের আরেক সাংবাদিক যিনি সম্প্রতি বিবিসি রেডিও৪, পজিটিভ থিংকিং-এ সলিউশন টু পোলারাইজেশন-এর জন্য একটি পডকাস্ট করেছেন, অনলাইনে ট্রোলড হয়েছেন।
আরেক বিবিসি রিপোর্টার রেহা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কীভাবে সোশ্যাল মিডিয়া বিষ ছড়াচ্ছে যা লিসেস্টার দাঙ্গাকে আরো উসকে দিয়েছে সে সম্পর্কে কথা বলেছেন।
লেস্টারে কীভাবে অশান্তি শুরু হয়েছিল জানতে চাইলে রেহা বলেন, ‘এটা কীভাবে শুরু হয়েছিল তা স্পষ্ট নয়। গত কয়েক মাস ধরেই এটা চলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি’।
তিনি যোগ করেছেন, ‘সোশ্যাল মিডিয়া অবশ্যই পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে। আমরা শুধু মিথ্যা তথ্যের উদাহরণই দেখছি না, আমরা লেস্টারের এমন ঘটনা দেখছি যা আগুনে জ্বালানি যোগ করার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।
দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ওপর ডানপন্থী সংগঠনগুলোর প্রভাবের কথাও উল্লেখ করেছেন রেহা। ‘আরেকটা গল্প আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতে চরম ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা অনুপ্রাণিত দক্ষিণ এশীয় সম্প্রদায়ের একটি ছোট দল রয়েছে। এটি এমন কিছু যা বহুবার পুনরাবৃত্তি হয়’ তিনি সাক্ষাৎকারে বলেন।
ইন্ডিয়া মিডিয়া রিপোর্টেজ : লিসেস্টারের দাঙ্গায় মূলধারার ভারতীয় মিডিয়া যে ভূমিকা পালন করেছে তা স্পষ্টতই হিন্দুদের প্রতি পক্ষপাতমূলক। বেশ কয়েকটি নিউজ চ্যানেল ‘প্রত্যক্ষদর্শী’দের সাথে সাক্ষাৎকার চালিয়েছিল যারা ব্যাখ্যা করেছিল যে, কীভাবে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং ভয়ের অনুভূতি রয়েছে।
ইন্ডিয়া টুডের উপস্থাপক গৌরব সাওয়ান্তের পরিচালিত এইরকম একটি সাক্ষাৎকার দেখায় যে, কীভাবে তিনি ক্রমাগত ‘ভয়’ শব্দটিতে মনোনিবেশ করেন।
অবশেষে, বিবিসি রিপোর্টার উল্লেখ করেছেন যে, লিসেস্টারের প্রতিবেদনটি ব্র্যান্ডওয়াচ টুল ব্যবহার করে ইংরেজি ভাষার টুইটগুলোর একটি নমুনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি সোশ্যাল মিডিয়া টুল যা ব্লগ, খবর, ফোরাম, ভিডিও, টুইটার টুইট, রিভিউ, ছবি, ফেসবুক ইত্যাদিসহ প্রতিদিন কোটি কোটি কথোপকথন অনলাইনে ট্র্যাক করে।
উত্তেজনা অব্যাহত থাকায় যুক্তরাজ্যের মন্ত্রীর লিসেস্টার সফর : ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বৃহস্পতিবার লেস্টারে পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। পুলিশ গত তিন সপ্তাহে ৪৭ জনকে গ্রেফতার করেছে, কারণ দুই সম্প্রদায়ের যুবকরা প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে আসে, যা জনগণের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে। লন্ডনের মেয়র সাদিক খান লেস্টারের ঘটনাকে ‘কুৎসিত’ বলে বর্ণনা করে সংহতির আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ব্রিটিশ হিন্দু এবং ব্রিটিশ মুসলমানদের মধ্যে অনেক বেশি মিল রয়েছে যা আমাদেরকে বিভক্ত করে এবং আমাদের উগ্রবাদী শক্তির বিরুদ্ধে চিরতরে সতর্ক থাকা উচিত যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চায়’।
পুলিশ জানিয়েছে, তারা আগামী সপ্তাহগুলোতে আরো লোককে গ্রেফতার করবে এবং আইনের আওতায় আনবে। এক বিবৃতিতে একজন মুখপাত্র বলেছেন : ‘আমি নিশ্চিত করতে পারি যে, স্বরাষ্ট্রমন্ত্রী লেস্টারে গিয়েছিলেন এবং চিফ কনস্টেবল রব নিক্সন এবং অন্যান্য সিনিয়র অফিসার তাকে ব্রিফ করেন’। তিনি বিক্ষোভকারীদের বিষয়টি ডিল করার জন্য পুলিশের প্রশংসা করেছেন।
ভিডিওগুলি অনলাইনে প্রচারিত হওয়ার পর ‘বিক্ষোভকারীদের সমর্থনের জন্য কিছু পুলিশ নিন্দিত হয়েছে যে অফিসারদের দাঙ্গাবাজদের পাশাপাশি হাঁটতে দেখা গেছে।
প্রধান কনস্টেবল রব নিক্সন বলেছেন, ‘আমি স্পষ্ট করছি যে, পুলিশ পূর্ব লিসেস্টারে একটি অপরিকল্পিত বিক্ষোভকে সমর্থন করেনি’।
‘আমার অফিসারদের প্রেরণ করা হয় সেখানে জড়িত এবং সহযোগিতার চেষ্টা করার জন্য। তারা ৩০০ জনেরও বেশি লোকের মুখোমুখি হয়েছিল যখন সেখানে আটজন অফিসার ছিলেন।
‘আরো অফিসার না আসা পর্যন্ত তারা তাদের সাথে থাকার মাধ্যমে পরিস্থিতি সামলানোর যথাসাধ্য চেষ্টা করেছিল। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে’।
মিঃ নিক্সন ভিডিও ফুটেজ সম্পর্কে বলেন, যেটিতে দেখা যাচ্ছে যে গত সপ্তাহে একটি মন্দিরের বাইরে একটি পতাকা টেনে নামানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, তিনি যোগ করেছেন এবং ‘যার কাছে তথ্য আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আবেদন করুন’।
আদালতে হাজির হওয়ার পর সপ্তাহান্তে সহিংসতার জন্য তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। আমোস নরোনহা (২০) ‘আক্রমণাত্মক অস্ত্র’ রাখার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ১০ মাসের জন্য জেলে পাঠানো হয়েছে।
অ্যাডাম ইউসুফ (২১) স্বীকার করেছেন যে, তার একটি ‘ব্লেড আর্টিকেল’ ছিল এবং তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ২০০ ঘণ্টা অবৈতনিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
লুকমান প্যাটেল (৩১) আক্রমণাত্মক অস্ত্র রাখা এবং ‘জাতিগতভাবে উত্তেজিত যন্ত্রণা’ সৃষ্টির জন্য দোষী নন। আগামী ১১ নভেম্বর তার বিচার হবে বলে আশা করা হচ্ছে।
একজন কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন যে, অ্যাডাম ইউসুফ তার আশেপাশের সহিংসতা সম্পর্কে ‘সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত’ হন এবং ‘বিচলিত’ ছিলেন।
চিফ কনস্টেবলও বলেছেন, সোশ্যাল মিডিয়া ‘ভুয়া খবর’ ছড়াচ্ছে। তিনি বিবিসিকে বলেন, ‘আমি সন্দেহ করি যে, সামাজিক মিডিয়া ভয় বাড়ানো, উদ্বেগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’। পুলিশ সন্দেহ করে যে, লিসেস্টার ডিসঅর্ডারের সাথে জড়িতদের মধ্যে কয়েকজন বার্মিংহাম এবং লুটন থেকে এসেছিল। সূত্র : বিবিসি নিউজ, ডন অনলাইন ও সিয়াসাত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ