Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে শাকিবের নতুন সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। সিনেমাটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন শাকিব। তবে সিনেমাটির নাম জানাননি তিনি।

শাকিব বলেন, ‘আগে থেকেই এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত। সব সময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।’

শাকিব খান যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তিনি বলেন, ‘বিমানের শাকিব এবং আমি একসঙ্গে এখানে (নিউইয়র্ক) এসেছি। সেলফমেন্ট বলতে যা বোঝায় একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করে পারে আমি বিস্ময়ের সঙ্গে শাকিবকে সেভাবে দেখেছি।’

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে এর ৭০ শতাংশ শুটিং হবে লাস ভেগাস, লস এলেঞ্জস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং বাংলাদেশে করবো।’

এর আগে ২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং এখনো হয়নি। এই পরিচালকের ব্যাখ্যা, ‘তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুই বছর কোভিডের কারণে শুটিং প্ল্যান করেও পেছাতে হয়। এবার ২০২২ সালে সত্যি সত্যি শুটিং হবে।’

জানা গেছে, দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তার কথায়, ‘দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচালকের ওপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’

উল্লেখ্য, সম্প্রতি ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করেছেন শাকিব খান। জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে হয়েছে সিনেমাটির চিত্রায়ন। এস এ হক পরিচালিত এই সিনেমায় তার নায়িকা এ প্রজন্মের পূজা চেরি। আগামী ৫ ডিসেম্বর শাকিবের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ