Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে লেখক সালমান খুরশিদের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৮:১৩ এএম

সালমান খুরশিদের বইয়ের নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস’। বিজেপির অভিযোগ, ওই বইতে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেয়া হয়েছে। মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, হিন্দুধর্ম আর হিন্দুত্ব একই জিনিস নয়। এরপর বিজেপি মন্তব্য করে, রাহুল হিন্দুধর্মকে ঘৃণা করেন।

‘হিন্দুত্বের’ সাথে 'জেহাদি' মতাদর্শের তুলনা করেছিলেন ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা সালমান খুরশিদ অযোধ্যা নিয়ে তার বইতে ওই মন্তব্য করা হয়। বইটি প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। সোমবার সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক। বাড়িতে আগুনও দেয় তারা।

লেলিহান শিখায় তার নৈনিতালের বাসভবন জ্বলার ছবি শেয়ার করেছেন স্বয়ং খুরশিদ। ভিডিওতে দেখা গিয়েছে, জানালা দরজা পুড়ে ছাই। জানালার কাচ ঝনঝনিয়ে ভেঙে পড়ছে। আগুন নেভানোর জন্য দু’জনকে ছোটাছুটি করতে দেখা গেছে।
খবর অনুযায়ী, কয়েক ব্যক্তি সোমবার খুরশিদের বাড়ির বাইরে স্লোগান ও পতাকা উত্তোলন করে।

খুরশিদ তার বইতে লিখেছিলেন, সন্ত আর মহাত্মাদের জন্য প্রসিদ্ধ সনাতন হিন্দুধর্মকে ঠেলে সরিয়ে এখন উগ্রবাদী চিন্তাধারা নিয়ে আসা হচ্ছে। যার সাথে মিল রয়েছে আইএস, বোকো হারামের মত সংগঠনগুলোর।

খুরশিদ তার বইতে লিখেছিলেন, সন্ত আর মহাত্মাদের জন্য প্রসিদ্ধ সনাতন হিন্দুধর্মকে ঠেলে সরিয়ে এখন উগ্রবাদী চিন্তাধারা নিয়ে আসা হচ্ছে। যার সাথে মিল রয়েছে আইএস, বোকো হারামের মত সংগঠনগুলোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ