Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সংসদ নির্বাচনে হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণে রাখছে ইইউ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ২:৫৮ পিএম

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন কোনো ইভেন্ট নয়। এটি একটি প্রসেস। জাতীয় নির্বাচন হতে এখনও দুটি বছর আছে। বাংলাদেশ ভোট দেওয়ার চর্চা অব্যাহত রাখবে। ইইউ বাংলাদেশের ভোট ও নির্বাচনের ওপর পর্যবেক্ষণ করে যাচ্ছে। চাপ সৃষ্টি নয়, একাধিক কারণে নির্বাচনে দৃষ্টি আছে বিশ্বের।’

ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনীতি এবং উন্নয়নের পাওয়ার হাউস। যে কারণে এ দেশের উন্নয়ন, গণতন্ত্র, ভোটসহ সার্বিক বিষয়ে বিশ্বের আগ্রহ আছে। আসন্ন নির্বাচন কেমন হচ্ছে এ বিষয়ে বিশ্বের আগ্রহ আছে মানেই এ নয় যে তারা এ ভোটে হস্তক্ষেপ করতে চায়।’

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের এখনও প্রায় দুই বছর বাকি। তবে এখনই নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলো। শুধু সরকারি বা বিরোধী দলগুলোই নয়, নির্বাচন নিয়ে বিদেশি কূটনৈতিকরাও গণমাধ্যমে কথা বলা শুরু করেছেন।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য রাখেন।



 

Show all comments
  • Sheikh Rayhan hussain ১৫ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম says : 0
    আমার মনে হয় পর্যবেক্ষণ রাখেন, তবে সেটা তত্তাবধায়ক দিয়ে। কোন দলীয় সরকারের অধীনে সুষ্ট নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয়
    Total Reply(0) Reply
  • Mosharef Hossain Mushu ১৫ নভেম্বর, ২০২১, ৫:০৪ পিএম says : 0
    আর কতদিন পর্যবেক্ষণ করবেন? গত দুইটা নির্বাচন পর্যবেক্ষণ করে কি করেছেন !
    Total Reply(0) Reply
  • আবদুল গোফরান সেলিম ১৫ নভেম্বর, ২০২১, ৫:০৪ পিএম says : 0
    ২ টা নির্বাচন তো পর্যবেক্ষন করলেন, কি করলেন ?
    Total Reply(0) Reply
  • Saiful Islam Saif ১৫ নভেম্বর, ২০২১, ৫:০৫ পিএম says : 0
    এই পর্যবেক্ষক দিয়ে কি করবো
    Total Reply(0) Reply
  • Md Nasir Uddin ১৫ নভেম্বর, ২০২১, ৫:০৭ পিএম says : 0
    কোন পর্যবেক্ষণে কাজ হবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ