মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ। এ রাজ্য থেকেই সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পেয়েছে ভারত। আগামী বছর সেখানে বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে ক্ষমতাসীন ও শক্তিশালী
বিজেপির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
উত্তর প্রদেশে কংগ্রেসের পারিবারিক আসনও আছে। সেখানে কংগ্রেস এবার ৪০৩ আসনে একাই নির্বাচন করবে। কারও সঙ্গে জোট করবে না। সব জল্পনার অবসান ঘটিয়ে এ ঘোষণা দিলেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রোববার উত্তর প্রদেশের বুলন্দশহরে যান প্রিয়াঙ্কা। এ সিদ্ধান্ত জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘কংগ্রেসকে যদি জিততে হয়, তাহলে একাই জিততে হবে। দলের অনেক কর্মী আমাকে অনুরোধ করেছেন কোনো দলের সঙ্গে যেন জোট না করি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সব আসনে একাই লড়ব।’
প্রিয়াঙ্কা এদিন জানান, যোগীরাজ্যের সব আসনে তার দল শুধু কংগ্রেসের কর্মীদেরই টিকিট দেবে। অন্য দল থেকে আসা নেতারা হাতের (মার্কা) টিকিট পাবেন না। তিনি এবারের নির্বাচনকে ‘জীবন-মরণ’ অবস্থা বলে মন্তব্য করেছেন। উত্তর প্রদেশের রাজনীতি যারা লক্ষ রাখেন, তাদের ভাষ্য, সম্প্রতি লাখিমপুরের ঘটনার পর উত্তর প্রদেশে কংগ্রেসের পালে সামান্য হলেও হাওয়া লেগেছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা নিজে দলকে সাংগঠনিকভাবে সাজানোর কাজ করছেন। এতে অনেক ভোটবৃদ্ধির আশা করছে দলটি। তা ছাড়া প্রিয়াঙ্কার ৪০ শতাংশ আসনে নারী প্রার্থী দেয়ার ঘোষণাও চমক জাগিয়েছে। তাই ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখনই সংগঠন ঢেলে সাজাতে চান প্রিয়াঙ্কা।
এর আগে অবশ্য প্রিয়াঙ্কা গান্ধী নিজেই বলেছিলেন, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিবিরোধী অন্য দলের সঙ্গে জোট করতে আপত্তি নেই কংগ্রেসের। সে সময় বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো। কিন্তু আমরা নিজেদের দলের স্বার্থ আগে দেখব। যে দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হবে, তাদেরও আমাদের মতো খোলা মনের হতে হবে।’
কংগ্রেস চাইছিল ২০১৭ সালের মতো সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট করতে। কিন্তু অখিলেশ আগে একতরফাভাবে ঘোষণা দিয়েছেন, তার দল বড় কোনো দলের সঙ্গে জোট করবে না। আগের নির্বাচনের জোট করে লাভ তেমন হয়নি। স্থানীয় সূত্রের খবর, উত্তর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সমাজবাদী পার্টির সঙ্গে জোট নিয়ে আলোচনা করলেও তেমন সুবিধা করে উঠতে পারেনি। সূত্র: দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।