Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির তাণ্ডবে ১৪৪ ধারা জারি জলপাইগুড়িতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

এবার হাতির কারণে ভারতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভারতের জলপাইগুড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুটি হাতি। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। খবরে বলা হয়, রোববার হাতির তাণ্ডবের জেরে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তাতেও সাধারণ মানুষের আগ্রহ আটকানো যাচ্ছে না। প্রচুর মানুষ ভিড় করেছেন হাতি দুটিকে দেখতে। ইতিমধ্যেই তাদের জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। রোববার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ঢুকে পড়ে দু’টি পূর্ণবয়স্ক হাতি। এর আগে শনিবার দিবাগত রাতভর এদিক-ওদিক ছুটে বেড়াল তারা। ওই হাতিগুলো এক পর্যায়ে কোভিড হাসপাতালে ঢুকে পড়ে। একইসঙ্গে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতিদুটি দ্রুত খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে বন কর্মীরা চলে আসেন হাসপাতাল চত্বরে। হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও হাজির হয়েছেন। তবে বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এই এলাকায় সাধারণত হাতি আসে না। কিন্তু রবিবার রাতে এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জিনিউজ, নিউজএইটিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ