মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত আফগান শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। গত বৃহস্পতিবার ওই শিবিরে আফগান শরণার্থীদের সঙ্গে সময় কাটান তারা।
হ্যারি-মেগানের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে আশ্রয় নেয়া আফগান নারীদের সঙ্গে কথা বলেন এ দম্পতি। টাস্কফোর্স লিবার্টি নামের ওই শরণার্থী শিবিরে ১০ হাজারের বেশি আফগান শরণার্থী বাস করছে। মুখপাত্র আরও জানান, হ্যারি ও মেগান শরণার্থী শিবিরে শিশুদের সঙ্গে কথা বলেন। শিশুদের অনেকেই তখন ‘আপনাদের সঙ্গে দেখা করে ভালো লাগল’ বলে তাদের ইংরেজির দক্ষতার জানান দেয়। হ্যারি ও মেগান শরণার্থী শিবিরের শিশু ও প্রাপ্তবয়স্ক সবার সঙ্গে কথা বলার শেষে ‘তাশাকুর’ অর্থাৎ ‘ধন্যবাদ’ জানান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর প্রতিবেদন অনুযায়ী ওই রাজ দম্পতির মুখপাত্র আরও বলেছেন, শিক্ষকদের নেতৃত্বে ‘মাথা, কাঁধ, হাঁটু ও পায়ের আঙুল’ নিয়ে একটি গান গাচ্ছিল শিশুরা। হ্যারি–মেগানও তখন বাচ্চাদের সঙ্গে গান গান। তারা এ সময় বলেন, তাদের আনন্দ হচ্ছে। কারণ, এটা তাদের ছেলে আর্চির প্রিয়। শিক্ষকদের তাদের এমন প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান হ্যারি ও মেগান। একই সঙ্গে নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে যত্নশীল থাকার কথাও স্মরণ করিয়ে দেন।
মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইটে দেয়া হিসাব অনুযায়ী, আফগানিস্তানে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু হওয়ার মধ্যে গত আগস্টে টাস্কফোর্স লিবার্টি নামের ওই শরণার্থী শিবির খোলা হয়। বর্তমানে সেখানে থাকা ১০ হাজারের বেশি আফগান শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আগস্টে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্তিতিতে এক উদ্ধার কার্যক্রমের সময় এসব আফগান যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। সূত্র: সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।