Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে এক মাসে চাকরি ছাড়লেন ৪৪ লাখ মানুষ!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১১:৪৮ এএম

চাকরি ছাড়ার ধুম পড়ে গিয়েছে আমেরিকায়। শুক্রবার মার্কিন শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, কেবল সেপ্টেম্বরেই চাকরি ছেড়েছেন প্রায় ৪৪ লাখ মানুষ। এর আগে আগস্টে চাকরি ছেড়েছিলেন ৪৩ লাখ মানুষ। সেই হিসেবকেও টপকে গিয়েছে সেপ্টেম্বর। যার ফলে আমেরিকায় কর্মক্ষেত্রে মোট শূন্যপদ ১ কোটি ৪ লাখে পৌঁছেছে।

আসলে কর্মীদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছে যে তারা হাতের চাকরি অনায়াসে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন নতুন চাকরির জন্য। চাকরির বাজারের এই টালমাটালের পিছনে রয়েছে কর্মক্ষেত্রে আসা জোয়ার। ফলে বাড়তি বেতন কিংবা আরও ভাল কাজের পরিবেশের সন্ধানে মানুষ অনায়াসে চাকরি ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে পরিষ্কার, মার্কিনদের খরচ করার প্রবণতা বেড়েছে। অর্থনীতি ক্রমেই আরও বেশি করে চাঙ্গা হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে শুক্রবার যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে অক্টোবরে নতুন করে ৫ লাখ ৩১ হাজার চাকরি সৃষ্টি হয়েছে সেদেশে। বেকারত্বের হারও একলাফে ৪.৮ শতাংশ থেকে কমে ৪.৬ শতাংশে নেমে গিয়েছে। সব মিলিয়ে বাইডেনের আমলে সত্যিই এক ‘সুসময়ে’র মুখোমুখি আমেরিকা। মহামারীর আগে যেখানে রেকর্ড সংখ্যক ৭৫ লাখ শূন্যপদে পৌঁছেছিল চাকরির বাজার, সেখানে এবার ১ কোটি ছাড়িয়ে গিয়েছে শূন্যপদ।

অথচ গত বছর পরিস্থিতি একেবারেই অন্য় রকম হয়ে গিয়েছিল করোনা কালে। দেশে বাড়তে থাকা সংক্রমণের ধাক্কায় চাকরির বাজারেও গভীর সমস্যার আবহ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এবছরের শেষে এসে আমেরিকা কিন্তু আগের পরিস্থিতি ফিরে পেয়েছে। পরিসংখ্যান মানলে পরিস্থিতি কোভিডের আগের চেয়েও ভাল।

কিন্তু এই পরিস্থিতিতে বেকারত্বের হার কেন আরও কমেনি? মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। বহু ক্ষেত্রেই কর্মরতা মহিলারা করোনা পরিস্থিতিতে কাজে বেরনোর সময় শিশুকে যথোপযুক্ত স্থানে রেখে যাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন। আবার অনেকে সংক্রমণের ভয়ে নিয়মিত বাইরে বেরনো এড়াতেও চাকরি থেকে দূরে সরে রয়েছেন। তাছাড়া কোভিড পরিস্থিতিতে যে বেকারত্ব ভাতা দেওয়া হচ্ছিল তার কারণে বহু মানুষেরই হাতে যথেষ্ট সঞ্চয় থাকায় তারা উপযুক্ত কাজ খোঁজার জন্য সময় নিতে পারছেন। সূত্র: বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ