মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্যাপিটলে দাঙ্গা বিষয়ে প্রতিনিধি পরিষদের কমিটিকে তথ্যপ্রমাণ দিতে অস্বীকৃতি জানানো স্টিভ ব্যাননের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। জানুয়ারিতে ক্যাপিটলের বাইরে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কে ব্যানন কী জানতেন সে বিষয়ে সাক্ষ্য দিতে তাকে তলব করা হয়েছিল। ওই বিক্ষোভ শেষ পর্যন্ত ক্যাপিটল ভবনে তাণ্ডবলীলা চালিয়ে শেষ হয়েছিল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গত মাসে ব্যাননের বিরুদ্ধে অভিযোগ বিচার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেয়; শুক্রবার বিচার বিভাগ ৬৭ বছর বয়সী ব্যাননকে অভিযুক্ত করে তার বিচার শুরুর আদেশ দেয় বলে জানিয়েছে বিবিসি। দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের একসময়ের এই উপদেষ্টার সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ ডলার জরিমানা হতে পারে। গত বছরের নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমোদনে চলতি বছর ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে আইনপ্রণেতাদের বৈঠক চলার সময় ট্রাম্প সমর্থকরা ভবনটিতে হামলা চালিয়েছিল। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে অভিযোগ করে রিপাবলিকান ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হার স্বীকারে সেসময় অস্বীকৃতি জানিয়েছিলেন; যা তার সমর্থকদেরও তাঁতিয়ে দিয়েছিল। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা নিয়ে পরে তদন্তে নামে প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি; সে তদন্তের ধারাবাহিকতাতেই প্রথম অভিযুক্ত হলেন ব্যানন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আছে প্রতিনিধি পরিষদের কমিটি তাকে তলব করার পরও তা উপেক্ষা করা এবং কমিটিকে নথি দিতে রাজি না হওয়া। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ব্যাননকে হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট করেছিলেন, অবশ্য কয়েক মাস পরই তাকে ওই পদ থেকে সরিয়েও দেন তিনি। হোয়াইট হাউস থেকে চাকরি গেলেও ব্যানন এখনও ট্রাম্পের অনুগতদেরই একজন। ট্রাম্প তার সহযোগীদের প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটির ডাকে সাড়া না দিতে অনুরোধ করেছিলেন। ব্যাননের পর হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডৌসও প্রতিনিধি পরিষদের কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার ডাক উপেক্ষা করেছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।