Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জুলুম’ চালায় বিএসএফ

অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্যের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

সমালোচনার মুখে থাকা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে এবার দুষলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার এক সদস্য। উদয়ন গুহ নামে তৃণমূল কংগ্রেসের এই নেতা বলেছেন, “যারা সীমান্ত এলাকায় থাকি, তারা জানি, কীভাবে বিএসএফ-এর এক্তিয়ারভুক্ত এলাকায় জুলুম চালায়।” দিনহাটা এলাকার বিধান সভা সদস্য উদয়ন শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। কয়েকদিন আগে ওই সীমান্তে বিএসএফের গুলিতে তিনজন নিহত হওয়ার প্রসঙ্গ তুলে উদয়ন এই অভিযোগ করেন। নিহত ওই তিনজনের দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে খবর বেরিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সীমান্তে হত্যা কমিয়ে আনার আশ্বাস বারবার দেওয়া হলেও তার বাস্তবায়ন ঘটছে না। উদয়ন গুহের অভিযোগের বিষয়ে বিএসএফের কোনো প্রতিক্রিয়া ভারতের সংবাদ মাধ্যমে দেখা না গেলেও এই বাহিনীর পক্ষ থেকে বরাবর বলা হচ্ছে, সীমান্তে গরুসহ বিভিন্ন পণ্যের পাচার বন্ধ এবং অপরাধীদের দমনেই তারা কেবল গুলি চালায়। এই নিয়েও প্রশ্ন তুলে তৃণমূল নেতা উদয়ন বলেন, “বিএসএফের মদদ ছাড়া সীমান্তে কোনো কিছুই পাচার করা সম্ভব নয়। আমি সীমান্তবর্তী এলাকার বিধায়ক। অধিকাংশ কাঁটাতার দিয়ে ঘেরা। সীমান্তবর্তী এলাকার মানুষের সমস্যার কথা আমি জানি। স্টিলের ব্লেড দিয়ে মোড়া কাটাতাঁরের বেড়া পেরিয়ে কী করে পাচার হয়? তা নিয়ে সকলের মনেই প্রশ্ন আছে। “বিএসএফ মাঝে মধ্যে দু-একজনকে গ্রেপ্তার করে, গুলি চালায়, কিন্তু পাচার সব সময় চলতে থাকে। মাঝে মাঝে যখন পাচারকারীদের সঙ্গে টাকা পয়সার ভাগে সমস্যা হয়, তখন বিএসএফ গুলি চালায়। মনে রাখতে হবে, কাউকে হত্যা করার অধিকার বিএসএফের নেই। বিএসএফের দিকে কেউ পাথর ছুড়েছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। এ সব অজুহাত দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই কাজের।” ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি তিন রাজ্যের সীমান্তে বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে। তাতে পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত তল্লাশি, গ্রেপ্তার ও যে কোনো কিছু জব্দের ক্ষমতা পেয়েছে এই বাহিনী। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ