Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালোড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গতকাল শুক্রবার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্থানীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার, প্যানেল মেয়র মোশারফ হোসেন মুন্সী সেলিম, কাউন্সিলর এমরান হোসেন রিপু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক রনি চৌধুরী, অনুপম ক্লিনিকের স্বত্বাধিকারী ফাতেমা জোহরা পলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, সদস্য এবিএম জিল্লুর রহমান সহ প্রমুখ। পরে ডা. বুশরা আনিকা ফারহা, ডা. তানজিয়া সুলতানা তমা, ডা. ফারজানা ইয়াসমিন, ডা. অরবিন্দ মন্ডলের পরিচালনায় বিনামূল্যে প্রায় ৫ শতাধীক অসহায় দুস্থ রোগীদের চিকিৎসাসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালোড়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ