Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ভালুকা উপজেলার ভরাডোবা মাঠেরচরা জাবালে নূর কওমী মাদ্রাসার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে ১ হাজার ৫শ’ গরীব ও আসহায় নারী, পুরুষ ও শিশুর ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। মেডিক্যাল ক্যাম্পটি উদ্বোধন করেন, ভরাডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম তরফদার। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: আজিজুল হকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি ডাক্তার প্রতিনিধি দল শিশু রোগ, গাইনী, নাক, কান, গলা, মেডিসিন, অর্থপেডিক, চর্ম ও যৌন,  চক্ষু রোগে প্রায় দেড় হাজার রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ভরাডোবা গ্রামের কৃতী সন্তান অধ্যাপক ডা. মো: আজিজুল হকের ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ