পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। এ সরকারের বিদায়ের সময় চলে এসেছে। ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাসভাড়া বাড়িয়ে দিয়েছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবার প্রতিরোধের পালা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস, জ্বালানি তেল দাম বাড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মাহমুদুর রহমান মান্না বলেন, মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটেক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই। মন্ত্রী এক কথা, সচিব আরেক কথা বলেন। তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে। এই দ্বন্দ্বের আগুন পুড়বে তারা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচনে ৭জন মানুষ মারা গেছে। ডাকাত সরকার একটা, চোর জুলুমবাজ সরকার। মানুষের কথা নূন্যতম ভাবে না এরা। বিরোধী কোনো পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে। তাই আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে।
সীমান্তে হত্যা বিষয়ে মান্না বলেন, প্রতিদিন সীমান্তে হত্যা হচ্ছে। সেখানে যে বাহিনীগুলো আছে তারা কি করে? ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। লন্ডন, প্যারিস, জার্মানি, ইটালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি। সব চোর, ডাকাতকে ধরে নিয়ে এমপি, মন্ত্রী বানিয়েছে।
এসময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদুর রহমান, মোফাখখারুল ইসলাম নবাব, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক সভাপতি সাকিব আনোয়ারসহ ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।