Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিল বেলারুশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১০:২৩ এএম

বেলারুশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ক্রমবর্ধমান অভিবাসী সংকটের কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন দেশটির নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অভিবাসনের আশায় ইরাক, সিরিয়া ইয়েমেনসহ কয়েকটি দেশের হাজার হাজার মানুষ তীব্র ঠান্ডার মধ্যে পোল্যান্ডের সীমান্তে অবস্থান করছে।
ইইউ কর্মকর্তাদের অভিযোগ- ইইউ’র নিরাপত্তা বিঘ্নিত করতে বেলারুশ অভিবাসী সংকট উসকে দিচ্ছে। তবে, বেলারুশ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
পাল্টা জবাব হিসেবে ইইউ বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
এদিকে, বেলারুশের দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল বৃহস্পতিবার ইইউকে সতর্ক করে বলেছেন, ‘যদি তারা আমাদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করলে আমাদের অবশ্যই পাল্টা জবাব দিতে হবে।’
রাশিয়া থেকে একটি গ্যাস পাইপলাইন বেলারুশের মধ্য দিয়ে ইইউ গেছে। সেদিকে ইঙ্গিত করে লুকাশেঙ্কো বলেন, ‘আমরা ইউরোপকে উষ্ণতা দিচ্ছি, আর তারা আমাদের হুমকি দিচ্ছে।’
‘কেমন হবে যদি আমরা প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেই? তাই, আমি পোল্যান্ড, লিথুয়ানিয়াসহ অন্যান্য বুদ্ধুদের ভেবেচিন্তে মুখ খোলার পরামর্শ দিচ্ছি’, যোগ করেন লুকাশেঙ্কো।
ইউরোপে চলমান প্রাকৃতিক গ্যাসের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির মধ্যে বেলারুশনেতার এমন মন্তব্যে নতুন শঙ্কা তৈরি হয়েছে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ নভেম্বর, ২০২২
২৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ