Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপালে ঝাড়ফুঁক নিতে গিয়ে ভন্ড ওঝার ধর্ষণের শিকার গৃহবধূ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৮:১৭ পিএম

বাগেরহাটের রামপালে ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীর সাথে দাম্পত্য জীবন সুখের হবে- এমন প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে ভন্ড ওঝা। ভন্ড ওঝার নাম ফরহাদ ফকির (৫৪)। সে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের মৃত মমিন ফকিরের পুত্র। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে রামপাল থানায় ধর্ষণ মামলা দায়েরের পর আজ বৃহষ্পতিবার অভিযান চালিয়ে ভন্ড ওঝাকে আটক করেছে পুলিশ।
পুলিশ এবং অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১০ নভেম্বর) ওই গৃহবধূ তার মাকে সাথে নিয়ে কালিকাপ্রসাদ গ্রামে ওঝার বাড়িতে যায়। এ সময় ওই ওঝা তাকে ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীকে ফেরত এনে দেবার কথা বলে তার মাকে ঘরের বাইরে যেতে বলে। তার মা ঘরের বাইরে গেলে দরজা বন্ধ করে ওঝা গামছা দিয়ে ওই গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তার গোঙ্গানিতে তার মা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করে।
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর মহিলার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা অভিযান চালিয়ে ভন্ড ওঝাকে আটক করে আদালতে প্রেরন করেছি। বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ