Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমকে দেয়ার মতো অস্ত্র বানাতে চায় তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

তুরস্ক প্রতিরক্ষাখাতে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে অদূর ভবিষ্যতে দেশটি মনুষ্যবিহীন স্থলযানের (ইউজিভিএস) গণউৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে থাকবে হালকা, মাঝারি ও ভারি ধরনের মনুষ্যবিহীন স্থলযান। এ ছাড়া তুরস্ক এমন অস্ত্র বানাতে চায় যা যুদ্ধক্ষেত্রে শত্রুদের চমকে দেবে। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। দেশটির রাজধানী আঙ্কারায় ইউজিভিএস নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজসের (এসএসবি) প্রধান ইসমাইল দেমির। একই সঙ্গে তার্কিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসান, হ্যাভেলসান এবং কাটমারচিলেরের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে দেমির বলেন, তুরস্কের প্রতিরক্ষা খাত মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। মনুষ্যবিহীন ব্যবস্থার উন্নয়নের স্বপ্ন রয়েছে আমাদের প্রতিরক্ষা খাতের। এর মধ্যে মনুষ্যবিহীন স্থলযান (ইউজিভিএস) অন্যতম। দেমির বলেন, তুরস্কের লক্ষ্য হচ্ছে— যুদ্ধক্ষেত্রে এমন কিছু উপাদান উপস্থাপন করা যা দেখে শত্রুরা চমকে যাবে।তিনি বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহৃত হয়। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ইউজিভিএস ব্যবহার বাড়বে এবং এটি ভবিষ্যতে ব্যাপক সুবিধা দেবে। ‘আমরা মনুষ্যবিহীন আকাশযানের (ইউএভি) ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছি। এ সাফল্যের ওপর ভিত্তি করে অবশ্যই স্থল, সমুদ্র এমনকি সাবমেরিন যানের ক্ষেত্রেও এমন ব্যবস্থা চালু করা প্রয়োজন’, যোগ করেন দেমির। প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজসের প্রধান ইউজিভিএস সম্পর্কে বলেন, মনুষ্যবিহীন স্থলযানের আকার ও সক্ষমতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ইতোমধ্যে এগুলো কতটুকু কার্যকর তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি পণ্যের মান বাড়ায়। অনুষ্ঠানে এসএসবি এবং হ্যাভেলসান হেভি ক্লাস ইউজিভিএসের উন্নয়নে একটি চুক্তি সই করে। একই সঙ্গে ‘মিডিয়াম ক্লাস ইউজিভিএসের গণউৎপাদন বিষয়ক ঘোষণা’ সংক্রান্ত চুক্তি সই হয় আসেলসান, বেস্ট গ্রুপ, ইলেক্ট্রোল্যান্ড ও হ্যাভেলসানের মধ্যে। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ