Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরবিচ্ছিন্ন কিছু ছোটখাট ঘটনা ব্যতীত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৪:২৬ পিএম

বরগুনার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন কিছু ছোটখাট ঘটনা ব্যতীত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে বরগুনা জেলায় এই একটি ইউনিয়নেরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বালিয়াতলী ইউনিয়নের নয়টি কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

এর আগে গত মঙ্গলবার এ ইউনিয়নের নির্বাচন পূর্ববর্তী সহিংসতা নিয়ে একটি রিট আবেদনের আদেশে হাইকোর্ট বলেছেন, এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটনলে এর জন্য নির্বাচন কমিশন আসামি হিসেবে গন্য হবেন।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন এসআই এবং দু'জন এএসআইসহ পাঁচজন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১৫ জন আনসার সদস্য।

এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম এবং প্রতি তিনটি কেন্দ্রের জন্য আরো একটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়াও নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি এক প্লাটুন বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় নিয়োজিত রয়েছেন র্যাব সদস্যরা।

এ নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১২ জন।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে করবেন ২২ হাজার ৮৭১ জন। এদের মধ্যে ১১ হাজার ৫১২ জন নারী এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ